বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কিংসের অনুশীলনে দুই ব্রাজিলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

কিংসের অনুশীলনে দুই ব্রাজিলিয়ান

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু হবে ডিসেম্বরে। ক্লাবগুলোর সম্মতিতে লিগ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে তা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। কেননা ফুটবলাররা আপত্তি তুলেছে পারিশ্রমিক নির্ধারণে। বাফুফের নির্বাচনের পর নতুন কমিটির সঙ্গে আলোচনায় বসবে তারা। দেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস কিন্তু বসে নেই। ঘরোয়া মৌসুমকে সামনে রেখে তারা অনুশীলন শুরু করে দিয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশিরাও অনুশীলনে নেমেছে। করোনায় অনুশীলন চলছে কঠোর বিধিনিষেধ মেনেই। কোচ ও খেলোয়াড় ছাড়া কেউ মাঠে প্রবেশ করতে পারবে না। এএফসি কাপ খেলার লক্ষ্যে কিংসে নতুনভাবে যোগ দেন দুই ব্রাজিলিয়ান রবসন আজ ভেদো দ্যা সিলভা রবিনহো ও জনাথন দ্যা সিলভেইরো ফার্নান্দেজ। সঙ্গে আছেন এএফসি কাপে কিংসের হয়ে উদ্বোধনী ম্যাচ খেলে যাওয়া আর্জেন্টিনার বারকোস।

২০২০ সালের এএফসি কাপ বাতিল করেছে এশিয়ান ফুটবলে অভিভাবক সংস্থা। বসুন্ধরা কিংস তাদের সঙ্গে চুক্তি করে এক বছরের জন্য। অর্থাৎ রবিনহো ও ফার্নান্দেজ ঘরোয়া আসর খেলবেন। বারকোসের সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। কিংসের ম্যানেজমেন্ট চাচ্ছে চুক্তির মেয়াদ বাড়াতে। তাকেও ঘরোয়া আসরে দেখতে চায় ক্লাব।

সর্বশেষ খবর