শিরোনাম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মুস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন

কোয়ারেন্টাইন ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেয়নি শ্রীলঙ্কা সরকার। তিন টেস্ট ম্যাচ সিরিজে আতিথেয়তা দিতে রাজি হলেও ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল। বিসিবি রাজি হয়নি দ্বীপরাষ্ট্রের শর্ত। তিনদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘এই শর্ত মেনে টেস্ট সিরিজ খেলা সম্ভব নয়। তাই সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে না বাংলাদেশ।’ সব প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সিরিজ স্থগিত হওয়ায় টাইগার ক্রিকেটাররা হতাশ হয়ে পড়েন। সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা অবশ্য ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। সিরিজের জন্য বিসিবি তাকে এনওসি না দেওয়ায় বাঁ হাতি পেসার রাজি হননি আইপিএল খেলতে। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস চেয়েছিল তাকে। খেলতে না পারায় তার আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকা। সিরিজ স্থগিত হওয়ায় বিসিবি কি মুস্তাফিজের আর্থিক ক্ষতি পুষিয়ে দিবে? এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইনজ্যুরি তাকে অনেকদিন ধরেই ভোগাচ্ছিল। সেজন্যই বিসিবি তাকে এনওসি দেয়নি।’ মুস্তাফিজ বলেন, ‘যদি বিসিবি জানতো সিরিজ স্থগিত হবে, তাহলে হয়তো এনওসি দিত পারত।’

সর্বশেষ খবর