বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

ফ্যাক্টর যেখানে ৭২ ভোট

ক্রীড়া প্রতিবেদক

এসেই গেল বাফুফের বহু প্রতীক্ষিত নির্বাচন। ধুমসে চলছে প্রচারণা। প্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। দুই প্যানেলের লড়াই। এককভাবে আছেন শফিকুল ইসলাম মানিক। সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালটে থাকছে বাদল রায়ের নামও। কে যে হাসবেন বা কাঁদবেন বলা মুশকিল। শনিবারই চূড়ান্ত হয়ে যাবে আগামী চার বছর দেশের ফুটবল পরিচালনা করবে কারা। ২১ পদে লড়াই হলেও মূল আকর্ষণ সভাপতি পদ ঘিরেই। সাবেক প্রখ্যাত ফুটবলার কাজী সালাউদ্দিন ২০০৮ সাল থেকেই সভাপতির আসনে বসে আছেন। একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও দুবার তাকে নির্বাচন করতে হয়েছে। এবার তার প্রতিপক্ষ হিসেবে লড়ছেন শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। এক সময় প্রচারণা দেখে মনে হচ্ছিল তরফদার রুহুল আমিনই সভাপতি পদে লড়বেন। হঠাৎ করে তিনি ঘোষণা দেন ফুটবল থেকে সরে দাঁড়ানোর। তখন মনে হচ্ছিল টানা চারবার সভাপতি হতে সালাউদ্দিনের বাধা থাকবে না।

বাদল রায় ও মানিক প্রার্থী হওয়ায় ধারণা পাল্টে যায়। কেননা বাদলও অভিজ্ঞ সংগঠক, স্বাভাবিকভাবে তারও ভোট কম নয়। বাদল সরে দাঁড়ানোয় সালাউদ্দিন ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মানিককে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে গণনায় আনছিল না। যতটা সহজভাবা হয়েছিল তা কিন্তু হচ্ছে না। কেননা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে ৭২ ভোট। ১৩৯টির মধ্যে ৭২। এরাই মূলত সালাউদ্দিনবিরোধী  প্যানেল সমন্বয় পরিষদ গড়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা যাকে সমর্থন দেয় তারই জয়ের সম্ভবনা বেশি। আবার এটাও ঠিক এদের আবার কেউ সালাউদ্দিন প্যানেলে আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর