শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

২০০ দিন পর মিরপুরে ক্রিকেট ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

২০০ দিন পর মিরপুরে ক্রিকেট ম্যাচ

মিরপুর স্টেডিয়ামের সবুজ ঘাসে ক্রিকেট ফিরেছে অনেক আগে। ঈদের আগে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেন মিরপুরে। গোটা দল পুরোদমে অনুশীলন শুরু করে ঈদের পর। ক্রিকেটাররা অনুশীলন করলেও ব্যাট ও বলের লড়াইয়ে নামেনি। অবশেষে সব জল্পনাকে পাশ কাটিয়ে মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, মুমিনুল, মুস্তাফিজরা ব্যাট ও বলের লড়াইয়ে নামছেন। জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে আজ ম্যাচ খেলতে নামছেন। দুদিনের ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে ১৬ মার্চ প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচের পর।

সময়ের হিসাবে আজ ৬ মাস ৭ দিন বা ২০০ দিন পর ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

অবশ্য মিরপুর নয়, টাইগার ক্রিকেটারদের ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কায়। তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর কলম্বো যাওয়ার কথা ছিল মুমিনুলদের। কিন্তু করোনা ইস্যুতে শ্রীলঙ্কান সরকারের কঠোর অবস্থানে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় সিরিজটি। ম্যাচ খেলার স্বপ্নটাও ভেস্তে যায় টাইগারদের। সিরিজ স্থগিত হলেও ক্রিকেটারদের মাঠে ফেরানোর পুরো পরিকল্পনা কষে রেখেছিল বিসিবি। চলতি মাসেই ক্রিকেটাররা ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তার আগে গতকাল দুই সপ্তাহের অনুশীলনের নেমে পড়েন মুমিনুলরা। আজ দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ৬ মাস ৭ দিন পর। আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। একটি দুদিনের এবং একটি তিনদিনের। প্রস্তুতি ম্যাচে আজ খেলবেন স্কোয়াডের ২৭ ক্রিকেটারের ২৬ জন। আবু জায়েদ রাহী পজিটিভ ছিলেন বলে পর্যবেক্ষণে আছেন। অবশ্য শেষ খবর তিনি নেগেটিভ হয়েছেন।

সর্বশেষ খবর