শিরোনাম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গ্রুপ পর্বে মেসি-রোনালদো দ্বৈরথ

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো- ফুটবল জগতের দুই বিশ্বসেরা তারকা। দুজনের ফুটবল সৌকর্যে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। ক্যারিয়ারে দুই তারকা বহুবার পরস্পরের মুখোমুখি হয়েছেন। দুই তারকার দ্বৈরথ দেখতে দিনের পর দিন অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা। লা লিগায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াইকে আড়াল করে সব আলো কেড়ে নিতেন দুজনে। দুই ফুটবলার এখন ভিন্ন লিগে খেলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে তারা প্রথমবারের মতো গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হবেন। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস একই গ্রুপে পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম দুই তারকা গ্রুপ পর্বে পরস্পরের বিপক্ষে খেলবেন। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ‘নায়ক’ পোল্যান্ডের রবার্তো লেভানডোভস্কি ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন। বায়ার্নকে ষষ্ঠবার ইউরোপসেরা ক্লাব করতে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ স্ট্রাইকার। বায়ার্ন গেল মৌসুমে বুন্দেস লিগা ছাড়াও জিতেছে জার্মান কাপ। সব প্রতিযোগিতা মিলে ৪৭ মৌসুমে গোল করেন ৫৫টি। লেভানডোভস্কি উয়েফা ও ইউরোপা কাপের ৮০ দলের কোচ ও ৫৫ মিডিয়া ব্যক্তিত্বের ভোটে বর্ষসেরা হয়েছেন। তালিকার বাকি দুজন ম্যানুয়েল নয়্যার ও কেভিন ডি ব্রুইন।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং

গ্রুপ-‘এ’ : বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সালজবার্গ ও লোকোমোটিভ মস্কো।

গ্রুপ-‘বি’ : রিয়াল মাদ্রিদ, শাখতার ডোনেস্ক, ইন্টার মিলান ও বুরুশিয়া মনচেনগ্ল্যাডবাখ।

গ্রুপ-‘সি’ : পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস ও মার্সেই।

গ্রুপ-‘ডি’ : লিভারপুল, অ্যাজ্যাক্স, আটলান্টা ও মিডজিল্যান্ড।

গ্রু-‘ই’ : সেভিয়া, চেলসি, ক্রাসনোডোর ও রেনেস।

গ্রুপ-‘এফ’ : জেনিত সেন্ট পিটার্সবার্গ, বুরুশিয়া ডর্টমুন্ড, ল্যাজিও ও ক্লাব ব্রুগে।

গ্রুপ-‘জি’ : জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ ও ফেরেঙ্কবারোস।

গ্রুপ-‘এইচ’ : প্যারিস সেন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেড, লিপজিগ ও ইস্তাম্বুল বাসাখসেহির।

সর্বশেষ খবর