শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সৌম্য-সাইফের হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

সৌম্য-সাইফের হাফসেঞ্চুরি

করোনাভাইরাসে ১৫ দিনের ওপর আইসোলেশনে ছিলেন টেস্ট ওপেনার সাইফ হাসান। ঘরবন্দী থাকলেও সাইফের ম্যাচ ফিটনেসের ওপর কোনো প্রভাব ফেলেনি করোনাভাইরাস। ১৬ মার্চের পর গতকাল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মুশফিক, মুস্তাফিজ, মাহমুদুল্লাহরা। ২০০ দিন পর খেলতে নামলেও ব্যাট হাতে উজ্জ¦ল ছিলেন সাইফ, সৌম্য সরকার। বল হাতেও আলো ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ ও বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। গতকাল মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেন ওটিস গিবসন একাদশ ও রায়ান কুক একাদশ নামে। প্রথম দিন বৃষ্টিতে খেলা হয়েছে ৬৩.৪ ওভার। যতটুকু হয়েছে, তাতে গিবসন একাদশ গুটিয়ে গেছে ২৩০ রানে। উইকেটের বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন

সাইফ ও সৌম্য। অবশ্য ভালো ব্যাটিং করেছেন নাজমুল শান্ত ও মাহমুদুল্লাহ। তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দেশটির শক্ত অবস্থানের ফলে সিরিজ স্থগিত করে বিসিবি।

সর্বশেষ খবর