শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
মিডিয়াকে রাসেল ডমিঙ্গো

আগে ঘরোয়া ক্রিকেট পরে আন্তর্জাতিক

ক্রীড়া প্রতিবেদক

আগে ঘরোয়া ক্রিকেট পরে আন্তর্জাতিক

‘কোচ হিসেবে আমার চাওয়া সবার আগে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলুক। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক। তবে ঘরোয়া ক্রিকেট অবশ্যই প্রথম শ্রেণির হওয়া উচিত।’

 

টাইগার কোচ রাসেল ডমিঙ্গো গতকাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারায় হতাশা ঝরে পড়েছে তার কণ্ঠে। টাইগার কোচ আরও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটকেই তিনি প্রাধান্য দেবেন, ‘কোচ হিসেবে আমার চাওয়া সবার আগে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলুক। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক। তবে ঘরোয়া ক্রিকেট অবশ্যই প্রথম শ্রেণির হওয়া উচিত।’ 

চলতি মাসে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল মুমিনুলদের। ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি টাইগাররা। সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে মার্চে। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দেশটির সরকার শক্ত অবস্থানে থাকায় খেলতে সম্মত হয়নি বিসিবি। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন ডমিঙ্গো, ‘শ্রীলঙ্কা সিরিজ না হওয়ায় অবশ্যই আমি হতাশ। তবে সিরিজটি স্থগিত করে ঠিক কাজ করেছে বিসিবি। কারও পক্ষে রুমবন্দী হয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এমন পরিস্থিতিতে কোনোভাবেই টেস্ট ক্রিকেট খেলা সম্ভব নয়। আমি বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই।’

১৪ দিন রুমবন্দী কোয়ারেন্টাইনের শর্ত দিয়েছিল শ্রীলঙ্কান সরকার। বিসিবি মানেনি। উল্টো নতুন শর্ত দিয়েছিল। কিন্তু দেশটির সরকার কোনোভাবেই ছাড় দেয়নি। মানেনি বিসিবি। ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে কোনোভাবেই ক্রিকেট খেলা সম্ভব নয় বলেন টাইগার কোচ, ‘আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার ৫-৬ দিন আইসোলেশনে ছিলেন। তারা বলেছেন কোয়ারেন্টাইনে থাকা অনেক কঠিন। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা খুবই কঠিন। বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’ ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত

করে নিয়েছেন গত তিন-চার মাস অনুশীলন করে।

তারপরও ম্যাচ খেলার ঘাটতি ছিল। ম্যাচ খেলার ঘাটতি কোনোভাবেই অনুশীলন করে সম্ভব নয় বলেন ডমিঙ্গো, ‘ক্রিকেটাররা গত ৩-৪ মাস অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছে। এখন সবচেয়ে বেশি কঠিন হচ্ছে, ম্যাচ খেলার ফিটনেস তৈরি করা। মনে রাখতে হবে, ৬-৭ ঘণ্টা অনুশীলন করা আর ম্যাচে বোলিং করার পার্থক্য রয়েছে।’

সর্বশেষ খবর