শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রত্যাহার হচ্ছে চার কর্মকর্তার শাস্তি!

ক্রীড়া প্রতিবেদক

সব দলকে নিয়ে প্রিমিয়ার হকি লিগ শুরুর প্রক্রিয়া চলছে। দলবদল ও লিগ নামাতে যেসব বাধা আছে তা ফেডারেশন সভাপতির নির্দেশে মিটিয়ে ফেলা হচ্ছে।

২০১৮ সালের মোহামেডান ও মেরিনার্স ম্যাচে শৃঙ্খলা ভাঙার দায়ে মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান, হকি ম্যানেজার নজরুল ইসলাম মৃধা, অন্যদিকে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও আসাদুজ্জামান চন্দনকে হকি অঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়। সে বছরই নভেম্বর মাসে কার্যনির্বাহী কমিটি ৪ কর্মকর্তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। অবশ্য যখন হট্টগোল শুরু হয় তার আগেই হাসান উল্লাহ মাঠ ত্যাগ করেন। তাই তার নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠেছিল।

১৫ অক্টোবর ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই সভায় ৪ জনেরই শাস্তি প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। শাস্তি প্রত্যাহারের চিঠির পরিপ্রেক্ষিতে তাদের ফের হকি অঙ্গনে প্রবেশে অনুমতি মিলবে।

সর্বশেষ খবর