সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এবার ছাড় দেবেন না সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

এবার ছাড় দেবেন না সালাউদ্দিন

ঢাকা ছাড়াও এক সময়ে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর প্রায় সব জেলাতে নিয়মিত ফুটবল লিগ হতো। এই লিগ আয়োজন করত জেলা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এখানে বাফুফের কোনো সহযোগিতা ছিল না। দীর্ঘদিন ধরেই অধিকাংশ জেলায় ফুটবল মাঠে গড়াচ্ছে না। অথচ বাফুফের নির্বাচনে জেলা কর্মকর্তারা ঠিকই কাউন্সিলর হচ্ছেন। ভোটও দিচ্ছেন। তাছাড়া নির্বাচন ঘিরে নানা বিতর্কতো রয়েছেই।

১২ বছরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ নিয়ে নিজেও খুব একটা সক্রিয় ছিলেন না। এবার চতুর্থবার নির্বাচিত হয়েই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে হুঁশিয়ার করেছেন তিনি। গতকাল বাফুফে ভবনে সাংবাদিকদের বলেন, আমরা জেলায় জেলায় ফুটবল মাঠে রাখতে সব সময় চেষ্টা করেছি। তবুও অনেক জেলা বিষয়টিকে পাত্তাই দেয়নি। জেলাগুলোতে ফুটবল না হওয়ায় ফিফাতো আমার কাছেই জানতে চাই কেন এ অবস্থা। আমি তখন নানা অজুহাত দেখিয়েছি। এবার আর সম্ভব না। এখন থেকে জেলাগুলোতে টানা দুই বছর লিগ না হলে  জেলার কেউ ডেলিগেট হতে পারবে না।

সর্বশেষ খবর