মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভিলা পার্কে লিভারপুলের লজ্জা

ক্রীড়া ডেস্ক

ভিলা পার্কে লিভারপুলের লজ্জা

ইতিহাস কে না গড়তে চায়! কিন্তু সেই ইতিহাস যদি কলঙ্কজনক হয়! যার কালিমা যুগের পর যুগ ধুলেও শেষ হবার নয়! এমনই এক ইতিহাসের সাক্ষী হলেন লিভারপুলের জার্মান কোচ জার্গেন ক্লপ। গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৭-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ৫৭ বছর পর এমন বড় ব্যবধানে পরাজিত হলো তারা।

রবিবার নিজেদের মাঠ ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে উঠে অ্যাস্টন ভিলা। অলি ওয়াটকিনস হ্যাটট্রিক করেন (৪, ২২, ৩৯)। জ্যাক গ্রিলিশ দুটি গোল করেন। এছাড়ও একটি করে গোল করেন জন ম্যাকগিন ও রস বার্কলি। লিভারপুলের মিসরীয় তারকা দুটি গোল করলেও অলরেডরা পরাজয়ের লজ্জা নিয়েই বাড়ি ফিরে। ১৯৬৩ সালের পর যে কোনো ম্যাচে এমন বড় ব্যবধানে হারল লিভারপুল। ১৯৬৩ সালের এপ্রিলে টটেনহ্যামের কাছে ৭-২ গোলে হেরেছিল অলরেডরা। ১৯৫৩ সালের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোনো দল প্রথমবার ৭ গোল হজম করল। সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সান্ডারল্যান্ডের কাছে ৭ গোল হজম করেছিল আর্সেনাল। এমন বড় পরাজয়ের পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, ‘৭-২ গোলে কে হারতে চায়? কয়েক বছর আগে বলেছিলাম, আমরা ইতিহাস গড়তে চাই। এটাও ইতিহাস।

সর্বশেষ খবর