মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ক্যাম্পের প্রথম দিকে র‌্যাডফোর্ডকে পাচ্ছে না এইচপি

ক্রীড়া প্রতিবেদক

আগামীকাল শুরু হবে এইচপির আবাসিক ক্যাম্প। অনুশীলনের আগে গতকাল ২৫ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করেছে বিসিবি। পরীক্ষা শেষে ক্রিকেটাররা একাডেমি ভবন ও ক্রীড়াপল্লীতে আইসোলেশনে রয়েছেন

 

জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় অনুশীলনের কথা ছিল হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের। কিন্তু সিরিজটি শেষ মুুহূর্তে স্থগিত হওয়ায় এখন ঘরেই অনুশীলন করতে হচ্ছে ক্রিকেটারদের। আগামীকাল শুরু হবে এইচপির আবাসিক ক্যাম্প। অনুশীলনের আগে গতকাল ২৫ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করেছে বিসিবি। পরীক্ষা শেষে ক্রিকেটাররা একাডেমি ভবন ও ক্রীড়াপল্লীতে আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার জামালউদ্দিন বাবু, ‘২৫ ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা হয়েছে। প্রত্যেককেই আলাদা রুমে আইসোলেশনে রাখা হয়েছে। অনুশীলনের শুরুতে আমরা এইচপির হেড কোচ টবি রেডফোর্ডকে পাচ্ছি না। তবে তিনি দ্রুত চলে আসবেন। বোলিং কোচ চম্পকাও তার সঙ্গে আসবেন।’ আগামীকাল অনুশীলন শুরু হলে থাকছেন না হেড কোচ টবি র‌্যাডফোর্ড ও বোলিং কোচ চম্পকা রামানায়েকে। র‌্যাডফোর্ড চলতি মাসের মাঝামাঝি যোগ দেবেন। রামানায়েকও একই সময়ে আসবেন। দলকে এখন অনুশীলন করাবেন তিন স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল, মাহাবুব আলি খান জাকি ও ওয়াহিদুল গনি। এরা গত দুই বছর ধরে এইচপির সঙ্গে কাজ করছেন। এইচপির অনুশীলন শুরু হলেও তাদের মধ্য থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে নেওয়া হবে তিন দলের টুর্নামেন্টে। ১১ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। তিন দলের টুর্নামেন্টের ক্রিকেটাররা সবাই থাকবেন সোনারগাঁও হোটেলে। সেখানে জৈব বলয়ে থেকে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। তিন দলের টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর।

সর্বশেষ খবর