বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মিরপুরে তিন দলের টুর্নামেন্ট

শুরু ১১ অক্টোবর, ফাইনাল ২৩ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে তিন দলের টুর্নামেন্ট

ছয় মাস পর ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ফিরছে। তিন দল নিয়ে ৫০ ওভারের একটি টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা-বিসিবি। খেলা শুরু হবে ১১ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

জাতীয় দলের তারকা ক্রিকেটার, হাইপারফরম্যান্স (এইচপি) দল এবং যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের বাছাইকৃত কয়েকজনকে নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তকে দল তিনটির নেতৃত্বে রাখা হয়েছে।

তিন দলে তিনজন লেগ-স্পিনারও রয়েছেন। স্কোয়াডে সুযোগ পাওয়া তিন লেগ-স্পিনার হলেন আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও রিশাদ হোসেন।

টুর্নামেন্টটি বায়ো-সিকিউর বাবলে অনুষ্ঠিত হবে। প্রতি দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

প্রত্যেকটি ম্যাচ দিবা-রাত্রির, অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রত্যেকটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

সর্বশেষ খবর