বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

তারুণ্যেই আস্থা রাখছে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

আলেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে বিদায় নেওয়ার পর দলটা আর নিজেদেরকে খুঁজেই পাচ্ছে না। হোসে মরিনহোর মতো উঁচু দরের কোচ নিয়োগ দিয়েও কোনো কাজ হয়নি। তবে ওলে গুনার সোলকারকে দায়িত্ব দেওয়ার পর অনেক কিছুই বদলেছে ম্যানইউতে। গত মৌসুমে লিগে তিন নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। নতুন মৌসুমের জন্যও ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা। দিন কয়েক আগে বড় ব্যবধানে (টটেনহ্যামের কাছে ৬-১ গোলে) পরাজিত হলেও প্রস্তুতিতে কমতি নেই। এবার তারুণ্যের উপর আস্থা রেখে লড়াইয়ে নামছে ম্যানইউ।

ট্র্যান্সফার উইন্ডোর একেবারে শেষ মুহূর্তে দলে দুই ১৮ বছরের তরুণকে অন্তর্ভুক্ত করেছে ম্যানইউ। আইভরি কোস্টের অ্যামাড ডিয়ালো ট্রাওরে। তার সঙ্গে চুক্তি হয়ে গেছে। তবে তিনি ইতালিয়ান ক্লাব আটলান্টা থেকে ম্যানইউতে আসবেন আগামী জানুয়ারিতে। তার জন্য ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করছে ম্যানইউ। আইভরিয়ান এই তরুণ এখনো খুব একটা ভালো কিছু করতে পারেননি। তবে তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখছে ম্যানইউ।

সর্বশেষ খবর