বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টানা ২১ ম্যাচ জিতে পন্টিংদের রেকর্ড ছুঁলেন অসি নারীরা

৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

টানা ২১ ম্যাচ জিতে পন্টিংদের রেকর্ড ছুঁলেন অসি নারীরা

নিয়মিত অধিনায়ক মেগ লেনিং ছিলেন না। ছিলেন না আরেক সেরা ব্যাটসম্যান এলিস পেরিও। তারপরও নিউজিল্যান্ডের মেয়েদের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

 সিরিজের তৃতীয় ম্যাচে কিউই মেয়েদের ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে কিউদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পাশাপাশি টানা ২১ ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়ল অসি নারীরা। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া ২১ ম্যাচ জয়ের মাইলফলক গড়েছিল। এবার মেয়েরাও সেই রেকর্ড স্পর্শ করল।

ওপেনিংয়ে নেমে দুই তারকা রাচেল হাইন্স ও অ্যালিসা হিলি গড়েন ১৪৪ রানের জুটি। হাইন্স খেলেন ৯৬ রানের ইনিংস। হিলি করেন ৮৭ রান। দুই ওপেনারের দাপুটে দুই হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩২৫ রান করেন অস্ট্রেলিয়া। যা নিউজিল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এ ম্যাচে অসি বোলাররা দুর্দান্ত দাপট দেখিয়েছেন। তারা নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে মাত্র ৯৩ রানেই।

প্রথম দুই ওয়ানডেতেও নিউজিল্যান্ডের মেয়েদের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে টি-২০ সিরিজও জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ওই সিরিজে তবু ২-১ ব্যবধান ছিল। এই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর