বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কোথায় গেল ফোরামের দাপট

ক্রীড়া প্রতিবেদক

এক সময় ঢাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন হতো। ঢাকার বাইরের সংগঠকদের তেমন দেখা মিলত না। ১৯৯৮ সালে ক্রীড়াঙ্গনে নির্বাচন শুরু হলে দৃশ্য পাল্টে যায়। প্রয়াত খ্যাতনামা সংগঠক জাফর ইমামের নেতৃত্বে গঠন হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। যাকে সংক্ষেপে ফোরাম বলা হয়। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সমর্থকরা মূলত ফোরামে থাকেন। বেশি ভোট হওয়ায় যে কোনো ফেডারেশনের তাদের কদরই থাকে আলাদা। এ নিয়ে ক্রীড়াঙ্গনে নানা গুঞ্জনও রয়েছে। কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে ফোরামের দাপট ছিল তুঙ্গে। ফোরামের কিছু চেনা কর্মকর্তা নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতেন। এখন মনে হয় সেই দাপুটে অবস্থা নেই ফোরামের। এবার বাফুফে নির্বাচনে ফোরামের বড় নেতা আশিকুর রহমান মিকু যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাতে মনে হয়েছিল সালাউদ্দিন হেরেই যাবেন। বাস্তবে কিনা তাদের হলো ভরাডুবি। ফোরাম এখন সত্যি চ্যালেঞ্জের মুখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর