বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শুরুতেই চ্যালেঞ্জের মুখে নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক

ক্লাবগুলোর সম্মতি নিয়ে বাফুফে ডিসেম্বর থেকে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশন কাপ দিয়েই ফুটবলে পর্দা উঠবে। জানুয়ারিতে হবে পেশাদার লিগ। করোনাভাইরাসের কারণে গত মৌসুমের লিগ বাতিল হয়েছে। গতবার ফুটবলাররা যেখানে খেলেছেন সেখানেই থাকবেন। এ নিয়ে মামুনুলদের আপত্তি নেই। নতুন মৌসুমে পারিশ্রমিক নির্ধারণ নিয়েই যত জটিলতা। কেননা ক্লাবগুলো গত বছর লিগ না হলেও পুরো পারিশ্রমিক মিটিয়ে দেবে। নতুন হিসেবে ২৫ ভাগ বৃদ্ধি করা হবে। ফুটবলারদের ভাষ্য তারা ছাড় দিতে প্রস্তুত। তার মানে এই নয় যে নাম মাত্র পারিশ্রমিক দেওয়া হবে। ৪০ ভাগ হলে তবুও চলত। এখন যদি খেলোয়াড়দের দাবি না মানা হয় তারা মাঠে নামবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তবে সালাম বলেছেন, আমি সমস্যার কিছু দেখছি না। সবকিছুই ঠিক হয়ে যাবে।

সর্বশেষ খবর