শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বলিভিয়ার বিরুদ্ধে অনিশ্চিত নেইমার

ক্রীড়া ডেস্ক

বলিভিয়ার বিরুদ্ধে অনিশ্চিত নেইমার

আগামীকাল ভোরে বলিভিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারের খেলা অনিশ্চিত

তেরাপোলিশে অনুশীলনে কোমরে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এর ফলে আগামীকাল ভোরে বলিভিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের সেরা তারকার খেলার সম্ভাবনা অনিশ্চিত। যদিও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কিছু জানায়নি। ইনজুরির জন্য আরও দুই তারকা ফুটবলার গোলরক্ষক অ্যালিসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে পাবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কায় জর্জরিত গোটা বিশ্ব। স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। তারপরও লড়াই করছে স্বাভাবিক জীবনে ফিরতে। করোনাভীতিকে পাশ কাটিয়ে মাঠে ফিরছে খেলাধুলা। ইউরোপে ফুটবল ফিরেছে। ক্রিকেট ফিরেছে। দক্ষিণ আমেরিকান দেশগুলো কাতার বিশ্বকাপ বাছাইপর্ব খেলা শুরু করছে আজ। ভোরে ল্যাটিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সূচনা ম্যাচে খেলেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস সুয়ারেজের উরুগুয়ে ও চিলি। এরপর মুখোমুখি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ইকুয়েডর। আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ৭৫ নম্বর র‌্যাঙ্কিংয়ের বলিভিয়া। শক্তিমত্তার বিচারে বলিভিয়ার চেয়ে অনেক এগিয়ে সেলেকাওরা। কিন্তু মূল একাদশের তিন তিনজন ফুটবলারকে ছাড়া খেলতে নামাটা খুব সহজ হবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সর্বশেষ খবর