শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্ট কাপ’

ক্রীড়া প্রতিবেদক

প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ফিরেছে ক্রিকেটাররা। রবিবার থেকে প্রতিযোগীমূলক ক্রিকেট খেলবেন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, মুমিনুল, মুস্তাফিজসহ জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা। ক্রিকেটারদের মাঠে ফেরাতেই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। তামিম একাদশ, মাহমুদুল্লাহ একাদশ ও শান্ত একাদশ নামে তিনটি দল গঠন করেছে। ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটির নামকরণ করেছে ‘বিসিবি প্রেসিডেন্ট কাপ’। নামকরণ নিয়ে বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘তিন দলের যে ওয়ানডে সিরিজ হবে, এটাকে আমরা ‘বিসিবি প্রেসিডেন্ট কাপ’ নাম দিয়েছি। আপনারা জানেন টুর্নামেন্টটি শুরু হবে ১১ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর।’ আগামীকাল টুর্নামেন্টের সূচনা ম্যাচে মুখোমুখি মাহমুদুল্লাহ একাদশ ও শান্ত একাদশ। ৫০ ওভারের ম্যাচগুলো সব দিবা-রাত্রির।

সর্বশেষ খবর