শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

একাধিক প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

রবিবার বাফুফের নির্বাচিত কমিটি দায়িত্ব বুঝে নেবে। সেদিনই কার্যনির্বাহী কমিটির সভা হবে। সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছেন জিতলে বাকি থেকে যাওয়া কাজগুলো সম্পন্ন করবেন। অনেকেই বলছেন যা ১২ বছরে পারেননি তা চার বছরে পারবেন কিভাবে? সালাউদ্দিনকে ঘিরে অনেক অভিযোগ ও তিরস্কার হয়েছে। এগুলোর জবাব তিনি কাজের মাধ্যমে দিতে চান। সালাউদ্দিনের প্রথম পদক্ষেপই হবে জাতীয় দলের মানোন্নয়ন। হতাশা কাটিয়ে উঠতে চান। তাই নতুন কমিটির লক্ষ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলা। যদিও করোনারভাইরাসের আতঙ্ক থেকেই যাচ্ছে। তারপরও সালাউদ্দিনের পরিকল্পনা রয়েছে আশাপাশে দেশের সঙ্গে ম্যাচ খেলা।

গত চার আসরে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।

সেই লজ্জা থেকে বের হয়ে আসতে চায় বাফুফে। নেপাল, মালদ্বীপ, ভুটান তো আছেই প্রয়োজনে প্রতিবেশী ভারতের বিপক্ষে প্রীতিম্যাচ খেলে পারফরম্যান্স ঝালাই করতে চান সালাউদ্দিন।

সর্বশেষ খবর