শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
তামিম-মুশফিকদের ভিডিও বার্তা

ক্রিকেটারদের তীব্র প্রতিবাদ

‘নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের তীব্র প্রতিবাদ

দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ফুঁসছে সাধারণ মানুষ। সারা দেশে আন্দোলনও হচ্ছে। এবার ভিডিও বার্তায় তীব্র প্রতিবাদ জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা নারীর ওপর সহিংসতা রোধে স্ট্যাটাস দিয়েছেন। এবার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার মিলে বিসিবির ভিডিও বার্তায় জানালেন নিজেদের ভাবনার কথা।

মুশফিকুর রহিম বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার-আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

মিস্টার ডিপেন্ডেবলের কথা শেষ হওয়ার পর শুরু করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ডাক দিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’

প্রত্যেকেই তো কোনো না কোনো নারীর সন্তান। কোনো নারীর ভাই, স্বামী কিংবা কেউ বাবা। তাই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সবাইকে নিজের পরিবারের কথা ভাবতে বলেন। তিনি ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন, আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করি।’ সৌম্য সরকার বলেন, ‘নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’

ভিডিও বার্তায় মাশরাফি ও সাকিব না থাকলেও তারা ফেসবুক স্ট্যাটাসেই জানিয়েছেন তীব্র প্রতিবাদ। কয়েক দিন আগে মাশরাফি তার ফ্যানপেজে লিখেছিলেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।’

সাকিব আল হাসান তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি, আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’

ক্রিকেটারদের ভিডিও বার্তাটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটারদের অনেকেই তাদের ফ্যানপেজে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর নিচে জমা পড়ে লাখ লাখ মন্তব্য। ভক্তরা এমন সময়ে ক্রিকেটারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মুশফিকের স্ট্যাটাসে জেনিফা আহমেদ নামে একজন মন্তব্যে লিখেছেন, ‘চার দিকে ধর্ষণমুখর এই দুঃসময়ে ক্রিকেটারদের অন্তত ফেসবুক পোস্ট বা ভিডিও দিয়ে হলেও প্রতিবাদ করার জন্য ধন্যবাদ। আপনারা শুধু ক্রিকেটার নন। ক্রিকেটের বাইরেও আপনারা কোটি মানুষের ভরসার জায়গা, কোটি মানুষের আইডল।’

নাজমা রহমান নামে একজন লিখেছেন, ‘ধন্যবাদ। আপনাদের উচিত এভাবেই এগিয়ে আসা। তুমি আমি এক হলেই হয়ে যায় আমরা। তাই তো বলা হয় একতাই বল। এভাবে প্রতিবাদ চলতে থাকলে সুবিচার অবশ্যই পাব।’

সর্বশেষ খবর