শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মেসির গোলে আর্জেন্টিনার জয়

‘এই বছরটা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পুনরায় আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে খেলা এবং মানুষকে আনন্দ উপহার দেওয়া সত্যিই দারুণ ব্যাপার।’

ক্রীড়া ডেস্ক

মেসির গোলে আর্জেন্টিনার জয়

গত বছরের ১৮ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল আলবেসিলেস্তরা। এরপর টানা প্রায় এগারো মাস মাঠে নেই দলটা। দীর্ঘদিন পর ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে সমর্থকদের দারুণ জয় উপহার দিয়েছেন মেসিরা। গতকাল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। দলের পক্ষে জয়সূচক গোলটা করেছেন লিওনেল মেসি।

গত বছরের নভেম্বরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে গোল করেছিলেন লিওনেল মেসি। দীর্ঘদিন পর মাঠে নেমে আবারও গোল করলেন তিনি। সব মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে ৭১ নম্বর গোল করলেন এ ফুটবল তারকা। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন মেসি। দুইয়ে থাকা বাতিস্তুতার গোল ৫৪টি। মেসির সামনে লক্ষ্য এবার নিজেকেই ছাড়িয়ে যাওয়া।

বার্সেলোনার সঙ্গে বিতর্কে জড়ানোর পরও মেসির পারফরম্যান্সে তেমন কোনো প্রভাবই পড়ছে না। ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে আগের মতোই দূরন্ত ফুটবল খেলছেন তিনি। গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ত্রাস তৈরি করছেন। গতকাল ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর মেসি করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতার কথা বলছেন। তিনি বলেন, ‘এই বছরটা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পুনরায় আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে খেলা এবং মানুষকে আনন্দ উপহার দেওয়া সত্যিই দারুণ ব্যাপার। এটা ফুটবলের চেয়েও বেশি কিছু। আর্জেন্টিনার সবাই আরও বেশি সাহসী হয়ে উঠুক।’ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা জয় পেয়েছি। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।’ বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার লক্ষ্যে ছুটতে চান তিনি। মেসি বলেন, ‘জয়ে শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বকাপ বাছাইপর্ব অনেক চ্যালেঞ্জিং। এখানকার ম্যাচগুলো সব সময়ই কঠিন হয়। আর আমরা দীর্ঘদিন ধরেই খেলার বাইরে ছিলাম। অপেক্ষায় ছিলাম।’

ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে জয়ে শুরু করেছে উরুগুয়েও। তারা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। উরুগুয়ের পক্ষে গোল করেছেন লুইস সুয়ারেজ এবং ম্যাক্সিমিলিয়ানো গোমেজ। অন্যদিকে চিলির পক্ষে একটি গোল করেন আলেক্সিস সানচেজ। সুয়ারেজের করা পেনাল্টি গোল নিয়ে বিতর্ক উঠেছে। চিলি অভিযোগ করেছে, রেফারি নাকি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। চিলির সাবেক ফুটবলার জামোরানো বলছেন, উরুগুয়েকে  জিতিয়ে দেওয়া হয়েছে! বাছাইপর্বের অপর ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে-পেরু।

সর্বশেষ খবর