শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইতিহাস ডাকছে সোয়াতেককে

কেনিনের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি

ক্রীড়া ডেস্ক

ইতিহাস ডাকছে সোয়াতেককে

একদিকে ২১ বছরের মার্কিন মেয়ে সোফিয়া কেনিন। চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। অন্যদিকে ১৯ বছরের পোলিশ মেয়ে ইগা সোয়াতেক। অতীতে যিনি কোনো কিছুই জয় করতে পারেননি। অর্জন বলতে গত বছর সুইজারল্যান্ডের ল্যাডিস ওপেনে ফাইনাল খেলেছেন সোয়াতেক। দুজনেরই আছে তারুণ্যের শক্তি। আছে অফুরন্ত প্রেরণা। সামনে এগিয়ে চলার দূরন্ত সাহস। কিন্তু কে জিতবেন আজ? ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের ফাইনালে দুজনের দেখা হচ্ছে। অতীতে কখনো দেখা হয়নি দুজনের। তবে দারুণ একটা লড়াই দেখার আশা করতে পারেন টেনিসের দর্শকরা।

পোলিশ কোনো মেয়ে সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছে ১৯৩৯ সালে (জেডউইগা)। এরপর দীর্ঘ ৮১ বছরে এ টুর্নামেন্টে কোনো পোলিশ মেয়েই ফাইনাল খেলতে পারেননি। সে হিসেবে ইগা সোয়াতেক দারুণ একটা ইতিহাস এরই মধ্যে গড়েছেন। তবে চ্যাম্পিয়ন হলে তার চেয়েও দারুণ কিছু করতে পারবেন তিনি। প্রথম পোলিশ মেয়ে হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয় করবেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর