শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইয়ো-ইয়ো টেস্ট!

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের ফিটনেস টেস্টের জন্য এবারই প্রথম বাংলাদেশে চালু করা হলো ইয়ো-ইয়ো টেস্ট। হাই পারফরম্যান্স(এইচপি) দলের ক্রিকেটারদের এ টেস্টের মাধ্যমে ফিটনেস টেস্ট করা হয়েছে। তবে জাতীয় দলের ক্রিকেটারদের এখনো বিপ টেস্টের মাধ্যমেই ফিটনেস যাচাই করা করা হয়। তবে বিসিবি পরিকল্পনায় আছে, জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসও টেস্ট করা হবে ইয়ো-ইয়ো টেস্ট দিয়ে। বিপ টেস্টের সঙ্গে ইয়ো-ইয়ো টেস্টের মধ্যে খুব একটা পার্থক্য নেই। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌঁড়াতে হয়। কিন্তু ইয়ো-ইয়ো টেস্টে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে। কার্যকারিতার মাত্রা বেশি বলে ক্রিকেট বিশ্বের অধিকাংশ দেশেই এখন বিপ টেস্টের পরিবর্তে ইয়ো-ইয়ো টেস্টে ফিটনেস পরীক্ষা করা হয়ে থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর