সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভারতের টি-২০তে জাহানারা-সালমা

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে খেলার প্রস্তাব ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের বিবেচনায় অনুমতি দেয়নি বিসিবি। তবে দুই মহিলা ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুনকে ‘না’ করেনি ক্রিকেট বোর্ড। দেশের দুই সেরা মহিলা ক্রিকেটার এবার ভারতের ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ পেয়েছেন। জাহানারা টানা দ্বিতীয়বার খেলবেন। সালমা এবারই প্রথম খেলবেন। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তিন দলের টুর্নামেন্টের স্কোয়াড ও সূচি ঘোষণা করেছে। জাহানারা খেলবেন তার গত মৌসুমের দল ভেলোসিটিতে এবং সালমার দলের নাম ট্র্ইেলব্লেজার্স। টুর্নামেন্টটি তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে এবং শুরু হবে ৪ নভেম্বর। ফাইনাল ৯ নভেম্বর। টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু ‘মরুশহর’ শারজাহ। টুর্নামেন্টে প্রতিটি পরস্পরের মুখোমুখি হবে দুবার। প্রতিটি দলে খেলবে ১৫ জন ক্রিকেটার। যাদের চারজন বিদেশি। দলগুলোতে সুযোগ পেয়েছেন বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের ক্রিকেটার। টুর্নামেন্টের তিন দল সুপারনোভাস, ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্স। ৪ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট সুপারনোভাস ও ভেলোসিটি।

৫ নভেম্বর ভেলোসিটি-ট্রেইলব্লেজার্স, ৭ নভেম্বর ট্রেইলব্লেজার্স-সুপারনোভাস খেলবে। ফাইনাল ৯ নভেম্বর।  

 

সর্বশেষ খবর