মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারী ফুটবলে প্রবাসী সুমাইয়া

ক্রীড়া প্রতিবেদক

নারী ফুটবলে প্রবাসী সুমাইয়া

পুরুষ জাতীয় দলে ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়া দীর্ঘদিন খেলছেন। তিনি দলের অধিনায়কও। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ক্যাম্পে ডাক পেলেও এখন পর্যন্ত খেলা হয়নি তার। এবার বাংলাদেশ মহিলা দলেও প্রবাসী ফুটবলারের দেখা মিলতে পারে। জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন। কোচ গোলাম রব্বানী ছোটনের পছন্দ হয়েছে সুমাইয়ার খেলা। গত বৃহস্পতিবার বাফুফে ভবনে তার সঙ্গে আলাপও হয়েছে কোচের। সুমাইয়ার বয়স ২০ পার হওয়ায় এখন তাকে শুধু জাতীয় দলেই খেলা সম্ভব। সিনিয়র অনুশীলন শুরু হলে সুমাইয়াকে ক্যাম্পে ডাকা হবে।

সুমাইয়ার বাবা বাংলাদেশের মাসুদুর রহমান এবং মা জাপানের মাতসুশিমা তমোমি। শৈশব থেকেই তিনি ফুটবলের প্রতি অনুরাগী। সুমাইয়া সি ব্রিজ স্কুলে ‘এ’ লেভেলে পড়াশুনা করছেন। ২০১৮ সালে এই স্কুলের একদলের অধিনায়ক ছিলেন তিনি। এখন আইএফসি স্পোর্টিং একাডেমিতে খেলছেন।

সর্বশেষ খবর