বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ত্রিশালে সামরিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

ত্রিশালে সামরিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল ময়মনসিংহের ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস (এএসপিটিএস)-এর নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন করেছেন।

আইএসপিআর জানায়, এএসপিটিএস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ১৯৭৯ সালে রাজশাহী  সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৯ সালে এটি ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে এটি ত্রিশালের সামরিক প্রশিক্ষণ এলাকায় স্থায়ীভাবে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অন্যান্য আধা-সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করে।

উল্লেখ্য, এএসপিটিএস দেশীয় প্রশিক্ষণার্থী ছাড়াও শ্রীলঙ্কা, সুদান, নেপাল ও প্যালেস্টাইন-এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়েছে।

 

সর্বশেষ খবর