বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইংলিশ প্রিমিয়ার লিগে কমে যাচ্ছে ক্লাবের সংখ্যা

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০টি ক্লাবের লড়াই বিশ্বব্যাপী ফুটবল দর্শকদের কাছে বেশ আকর্ষণীয়। তবে ম্যানইউ চেয়ারম্যান জোয়েল গ্ল্যাজার, লিভারপুলের মালিক জন হেনরি এবং ইএফএল চেয়ারম্যান রিকি প্যারি ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন। টিভি স্বত্বের অর্থ বণ্টনে ভারসাম্য আনতে যাচ্ছে তারা। পাশাপাশি লিগে ক্লাবের সংখ্যা কমানোর প্রস্তাবও দিয়েছে। ২০টির পরিবর্তে এবার থেকে ১৮টি করে ক্লাব দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে! বাতিল হয়ে যাবে ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড। তবে ৯টি ক্লাবের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ম্যানইউ, লিভারপুল, ম্যানসিটি, আর্সেনাল, চেলসি এবং টটেনহ্যাম ছাড়াও তালিকায় আছে এভারটন, ওয়েস্ট হ্যাম ও সাউদ্যাম্পটন। এদের মধ্যে ছয়টি ক্লাব একমত হলেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে।

সর্বশেষ খবর