বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নেইমারের হ্যাটট্রিকে উড়ছে ব্রাজিল

আর্জেন্টিনার লা পাজ জয়

ক্রীড়া ডেস্ক

নেইমারের হ্যাটট্রিকে উড়ছে ব্রাজিল

ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের দারুণ হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে লা পাজ স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে।

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এক ম্যাচেই তিন ধাপ এগিয়ে গেলেন নেইমার। নিজেদের মাঠে ম্যাচের ৬ মিনিটে আন্দ্রে ক্যারিলোর গোলে এগিয়ে যায় পেরু। তবে নেইমারের ২৮ মিনিটের পেনাল্টি গোলে সমতায় ফিরে ব্রাজিল। ৫৯ মিনিটে রেনাটো ট্যাপিয়ার গোলে ফের এগিয়ে যায় পেরু। এবার ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন (৬৪)। এরপর নেইমার ৮৩ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন। ম্যাচের অতিরিক্ত মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সবমিলিয়ে ৬৪ গোল করলেন তিনি। ছাড়িয়ে গেলেন কিংবদন্তি তারকা রোনালদোকে (৬২ গোল)। সামনে কেবল পেলে (৭৭)। ২৮ বছরের নেইমারের সামনে পেলেকে ছাড়িয়ে গোলের নতুন রেকর্ড গড়ার সুযোগ। ঠিকমতো খেলতে পারলে এমনকি আলি দাইয়ের (১০৯ গোল) রেকর্ডও ভাঙতে পারেন নেইমার! পেরুর কার্লোস জ্যামব্রানো ও কার্লোস ক্যাসেডা লাল কার্ড পেয়েছেন।

বলিভিয়া খুব বড় শক্তি নয় ফুটবলে। তবে নিজেদের মাঠে তারা ভয়ঙ্কর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৩২ ফুট উচ্চতায় অবস্থিত লা পাজের স্টেডিয়ামে গিয়ে পৃথিবীর কোনো দেশই সুবিধা করতে পারেনি। অক্সিজেন লেভেল কম থাকায় ফুটবলারদের দৌড়াতে বেশ সমস্যা হয়। তবে বলিভিয়ার ফুটবলাররা এখানে স্বাচ্ছন্দ্যেই ফুটবল খেলে। আর্জেন্টিনা এই মাঠেই সাতবার হেরেছে। এ কারণেই বলিভিয়ার মাটিতে খেলতে গেলে বেশ চিন্তিত থাকে আর্জেন্টিনার সমর্থকরা। অবশ্য এবার জয় নিয়েই বাড়ি ফিরেছেন মেসিরা। বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাটিন অঞ্চলের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে মার্সেলো মার্টিনসের গোলে এগিয়ে যায় বলিভিয়া। তবে লটারো মার্টিনেজ (৪৫) ও কোরেয়ার (৭৯) গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে টানা দুটি করে ম্যাচ জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলই ৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিল। এদিকে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের কাছে ৪-২ গোলে হেরেছে উরুগুয়ে। লুইস সুয়ারেজ উরুগুয়ের পক্ষে দুটি গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে প্যারাগুয়ে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

বাছাই পর্বের ফল
বলিভিয়া ১-২ আর্জেন্টিনা
পেরু ২-৪ ব্রাজিল
ইকুয়েডর ৪-২ উরুগুয়ে
ভেনেজুয়েলা ০-১ প্যারাগুয়ে
চিলি ২-২ কলম্বিয়া

সর্বশেষ খবর