বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্রাজিলের গোলদাতা শীর্ষ পাঁচ

ব্রাজিলের গোলদাতা শীর্ষ পাঁচ

পেলে ৭৭ গোল

ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোল কিংবদন্তি পেলের। তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা মাত্র ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন হলুদ জার্সিতে। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করেছিলেন ১৯৫৭ সালের ৭ জুলাই। আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল হেরেছিল ২-১ গোলে। পেলে শেষবার জাতীয় দলের জার্সিতে গোল করেছেন ১৯৭১ সালের ১১ জুলাই অস্ট্রিয়ার বিপক্ষে।

 

নেইমার ৬৪ গোল

ব্রাজিলের তরুণ তারকা নেইমার দুর্দান্ত ফুটবল খেলে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। শিগগিরই তিনি ছাড়িয়ে যেতে পারেন পেলেকেও।

এরই মধ্যে ব্রাজিলের জার্সিতে ১০৩ ম্যাচ খেলে ৬৪ গোল করেছেন নেইমার।

সর্বশেষ গতকাল সকালে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেছেন রোনালদোকে। আর মাত্র ১০ গোল করলে নেইমার টপকে যাবেন পেলেকেও।

 

রোনালদো ৬২ গোল

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো জাতীয় দলের জার্সিতে ৬২টি গোল করেছেন। ম্যাচ খেলেছেন ৯৮টি। রোনালদো প্রথমবার ব্রাজিলের পক্ষে গোল করেন ১৯৯৪ সালের ৪ মে। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল জয় পেয়েছিল ৩-০ গোলে। শেষবার জাতীয় দলের জার্সিতে রোনালদো গোল করেছেন ২০০৬ সালের ২৭ জুন। বিশ্বকাপের ম্যাচে ঘানার বিপক্ষে গোলটি করেছিলেন তিনি।

 

রোমারিও ৫৫ গোল

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জয়ের গৌরব আছে রোমারিওর (১৯৯৪)। ব্রাজিলের সফলতার অন্যতম নায়ক ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৫৫ গোল করে তালিকার চার নম্বরে আছেন রোমারিও। ৭০ ম্যাচ খেলেছেন হলুদ জার্সিতে। প্রথমবার ব্রাজিলের পক্ষে রোমারিও গোল করেন ১৯৮৭ সালের ২৮ মে ফিনল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে শেষ গোল করেন গুয়াতেমালার বিপক্ষে।

 

জিকো ৪৮ গোল

পেলের পর ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় জিকোকে। তাকে সাদা পেলে নামেও ডাকা হয়। জাতীয় দলের জার্সিতে কোনো শিরোপা জিততে ব্যর্থ হলেও তিনি গোলদাতার তালিকায় আছেন পাঁচ নম্বরে।

জিকো ৭০ ম্যাচ খেলে হলুদ জার্সিতে গোল করেছেন ৪৮টি। প্রথমবার ব্রাজিলের জার্সিতে জিকো গোল করেছিলেন ১৯৭৬ সালে উরুগুয়ের বিপক্ষে।

সর্বশেষ খবর