বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কেন রান পাচ্ছেন না ব্যাটসম্যানরা

ক্রীড়া প্রতিবেদক

সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিমরা। তিন দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যক্তিগত বড় কোনো স্কোর গড়তে পারেননি ব্যাটসম্যানরা। পুরোপুরি ব্যর্থ না হলেও ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতে পারেননি। ভেজা কিংবা বাউন্সি না হলেও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে জোর লড়াই করছেন মুশফিকরা।

প্রথম দুই ম্যাচে সাকল্যে হাফ সেঞ্চুরি তিনটি। টুর্নামেন্টের ৩ নম্বর ম্যাচে আজ মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ। তওহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের জোড়া হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচে জয় পায় নাজমুল একাদশ। তামিম একাদশ পরশু হেরে যায় মাহমুদুল্লাহ একাদশের কাছে। ম্যাচ দুটিতে ব্যাটসম্যানদের ছাপিয়ে আলো ছড়িয়েছেন বোলাররা। তাসকিন, রুবেল, এবাদতদের গতি ও সুইংয়ের বিপক্ষে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, এনামুল, ইমরুলরা যাতে সাবলীল ব্যাটিং করতে পারেন সেজন্য উইকেটের চরিত্র পাল্টাতে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয়েছে কিউরেট প্রভীন হিমাঙ্গিকারকে। তাকে উড়িয়ে আনা হয়েছে উইকেটের চরিত্র পাল্টাতে, জানিয়েছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন, ‘হিমাঙ্গিকার একজন অভিজ্ঞ কিউরেটর। উইকেট ঠিক করতে তার অভিজ্ঞতা কাজে লাগাতেই আনা হয়েছে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল কিউরেটর গামিনি ডি সিলভা করোনাভাইরাসের জন্য এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন।

সর্বশেষ খবর