বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ছুটিতে কিংসের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে মালদ্বীপে এএফসি ক্লাব কাপে গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল। মালদ্বীপের দুই দল টিসি স্পোর্টস রেডিয়্যান্ট ও ভারতের চেন্নাইয়ের বিপক্ষে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হতো। কিন্তু তা আর মাঠে গড়ায়নি। করোনাভাইরাসে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি বাতিল ঘোষণা করে। কিংস ১টি ম্যাচে অংশ নিয়ে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে। গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নরা শক্তিশালীই দল গড়ে। লোকাল তারকার পাশাপাশি এক ম্যাচ খেলা আর্জেন্টিনার বার্কোস ও দুই ব্রাজিলিয়ান রবিনহো ও ফার্নান্দেজকে উড়িয়ে আনে। বিদেশিরা আসার আগেই দলের অনুশীলন শুরু হয়।

অনুশীলন আর বন্ধ রাখেননি কিংস ম্যানেজমেন্ট। তিন বিদেশিদের নিয়ে দেড়মাসের বেশি সময় ধরে অনুশীলন চলে। আজ অনুশীলনের পর ফুটবলারদের বিশ্রামের জন্য ছুটি দেওয়া হবে। নভেম্বরে পুনরায় শুরু হবে। এরই মধ্যে এসে যাবে ইরানি ফুটবলার। তপু বর্মণ বলেন, আমরা টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানায় অনুশীলনের জন্য। এতে করে ফিটনেসের যা ঘাটতি ছিল দূর হয়ে গেছে। ছুটি পাচ্ছি আবার ক্যাম্পে ফিরব করোনা টেস্ট করে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর