শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উয়েফা নেশন্স লিগ

উয়েফা নেশন্স লিগ

গ্রিজমান-এমবাপ্পে ম্যাজিক

ক্রোয়েশিয়া  ১-২  ফ্রান্স

গত বিশকাপ ফাইনালের দুই দল ফের মুখোমুখি হয়েছিল গত বুধবার। ক্রোয়েশিয়া-ফ্রান্সের সেই লড়াইয়ে জয় পেয়েছে বিশ চ্যাম্পিয়নরাই। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের পক্ষে গোল দুটি করেন আঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পে। অবশ্য গ্রিজমানের গোলের পর ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়েছিলেন ভø্যাসিচ। এমবাপ্পের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে এ লিগের তিন নম্বর গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরাসিরা।

 


রোনালদো ছাড়াই জয় পর্তুগালের

পর্তুগাল  ৩-০  সুইডেন

রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল উয়েফা নেশন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। বুধবার পর্তুগিজরা ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে। দলের পক্ষে দুটি গোল করেন দিয়েগো জোটা। এছাড়াও একটি গোল করেন বার্নার্ডো সিলভা। রোনালদো করোনা পজিটিভ থাকায় এই ম্যাচে খেলতে পারেননি। সুইডেনকে হারিয়ে এ লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষস্থানে ভালোভাবেই জেঁকে বসেছে।

 


জয়ের নায়ক লেবানডস্কি

পোল্যান্ড  ৩-০  বসনিয়া

ফুটবলে দারুণ সময় কাটছে বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কির। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও দারুণ খেলছেন তিনি। বুধবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে বসনিয়াকে। এর মধ্যে দুটি গোলই করেছেন লেবানডস্কি। অপর গোলটিও হয়েছে লেবানডস্কির এসিস্টে। তৃতীয় গোলটি করেন লিনেত্তি। এই জয়ে এ লিগের এক নম্বর গ্রুপে ইতালি ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল পোল্যান্ড।

 


দুই জায়ান্টের ম্যাচ ড্র

ইতালি  ১-১  নেদারল্যান্ডস

উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি ইতালি ও নেদারল্যান্ডস। ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফিরেছে তারা। পেল্লেগ্রিনির গোলে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে গিয়েছিল ইতালি। তবে ২৫ মিনিটে ফন ডি বিকের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। এ ড্রয়ে ইতালি ৬ পয়েন্ট নিয়ে এ লিগের এক নম্বর গ্রুপে দুইয়ে এবং নেদারল্যান্ডস ৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। এই গ্রুপে শীর্ষে আছে পোল্যান্ড।

 


লাল কার্ডে কেইনদের হার

ইংল্যান্ড  ০-১  ডেনমার্ক

ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখেন রিস জেমসও। ৯ জনের দল নিয়ে ইংল্যান্ড ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে উয়েফা নেশন্স লিগের ম্যাচে। পেনাল্টি থেকে ডেনমার্কের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসেন। এ পরাজয়ে এ লিগের দুই নম্বর গ্রুপে তিন নম্বরে নেমে গেল ইংল্যান্ড (৭ পয়েন্ট)।

 


লুকাকুর জোড়া গোল

আইসল্যান্ড  ১-২  বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েই গ্রুপের শীর্ষে উঠে গেল বেলজিয়াম। বুধবার বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন রোমেলু লুকাকো (৯ ও ৩৮)। অবশ্য মাঝখানে একবার সমতায় ফিরেছিল আইসল্যান্ড (সেভারসন, ১৭)। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। এ লিগের দুই নম্বর গ্রুপে ডেনমার্ক দুইয়ে ও ইংল্যান্ড তিনে অবস্থান করছে। আইসল্যান্ড এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করেনি।


এই রকম আরও টপিক

সর্বশেষ খবর