শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অনুপ্রেরণা

অনুপ্রেরণা

পুলিন ডেরুলেড। ফ্রান্সের সম্ভাবনাময় এই তরুণী অডিও ভিজ্যুয়াল জগতে পরিচিত মুখ। কিন্তু ২০১৮ সালে এক সড়ক দুর্ঘটনায় তার বাম পা হারিয়ে ফেলেন। যে বৃদ্ধ পুলিনকে গাড়ি চাপা দিয়েছেন তিনিই কৃত্রিম পা লাগিয়ে দেন। পা হারিয়ে প্রথম দিকে বেশ হতাশ হয়ে পড়েছিলেন। প্রথম দিকে নিজেকে শেষ করে ফেলার চিন্তাও করেছিলেন। এক দিন মা তাকে পরামর্শ দেন, প্যারা অলিম্পিকে অংশ নিতে। তারপর নতুন যুদ্ধ শুরু করেন পুলিন। নতুন উদ্যোমে শুরু করেন টেনিস। তিনি এখন ফ্রান্সের সেরা ‘প্যারা অ্যাথলেট’। হতাশাগ্রস্ত মানুষদের দারুণভাবে অণুপ্রাণিতও করছেন। পুলিন বলেন, ‘কোনো বাধাই কাউকে আটকে রাখতে পারে না। এক সময় আমি খুবই রাগান্বিত ছিলাম নিজের ওপর। ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। আমি অনেক বড় স্বপ্ন দেখি। হয়তো সুস্থ থাকলেও এমন খ্যাতি পেতাম কিনা!’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর