শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফিটনেস নিয়ে মামুনের ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

‘নিঃসন্দেহে ওরা শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের হারানোর কিছু নেই। নির্ভার হয়েই খেলতে পারব।’

জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু আল আরাফাহ্ ব্যাংক অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে আজ বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে। প্রাথমিক স্কোয়ার্ডে ৩৭ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। তারাই মামুন উর রশিদের তত্ত্বাবধানে প্রশিক্ষণে অংশ নেবেন। বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি ছাড়াও মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলবে। তবে আবাসিক ক্যাম্প থাকবে বঙ্গবন্ধু ঘাঁটিতেই। ক্যাম্পে যোগ দেওয়ার আগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্টাফ মিলিয়ে ৬০ জনের করোনা টেস্ট করানো হয়। সবাই নেগেটিভ শনাক্ত হয়েছেন। এক মাস অনুশীলন চলার পর খেলোয়াড় সংখ্যা ২৮-এ নামানো হবে। কোচ মামুন উর রশিদ বলেন, ‘করোনার কারণে বসে থাকায় অনেকেরই ফিটনেস সমস্যা হতে পারে। আমার প্রথম কাজ হবে গতি ও স্কিল বাড়ানো। টুর্নামেন্টে চার সেমিফাইনাল খেলা দল আগামী বছর ভারতে যুব বিশ্বকাপে সুযোগ পাবে। স্বাগতিক দেশ হওয়ায় বাংলাদেশের স্বপ্ন ছিল স্বপ্নের আসরে সুযোগ পাওয়ার। কিন্তু তা ম্লান হয়ে গেছে বাংলাদেশের গ্রুপে দুই শক্তিশালী দেশ ভারত ও পাকিস্তান থাকায়।’ মামুন বলেন, ‘নিঃসন্দেহে ওরা শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের হারানোর কিছু নেই। নির্ভার হয়েই খেলতে পারব।’

সর্বশেষ খবর