শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়লেন লেবরন

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়লেন লেবরন

চারবার চ্যাম্পিয়ন হয়েছেন এনবিএ ফাইনালে। দুবার মিয়ামি হিটের জার্সিতে। একবার করে ক্লিভল্যান্ড ও এলএ লেকারসের জার্সিতে

বাস্কেটবলে মাইকেল জর্ডানকে সর্বকালের সেরা বলে মেনে নিয়েছিলেন অনেকেই। কিন্তু লেবরন জেমস সবকিছুই কেমন বদলে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিএ ফাইনালসে এককভাবে নিজের আসন পাকাপোক্ত করে নিচ্ছেন। ২০০৩ সাল থেকে এনবিএ লিগে খেলছেন জেমস। এরই মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন এনবিএ ফাইনালে। দুবার মিয়ামি হিটের জার্সিতে (২০১২ ও ২০১৩)। একবার করে ক্লিভল্যান্ড (২০১৬) ও এলএ লেকারসের (২০২০) জার্সিতে। চারবার এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) হয়েছেন। তাও তিনটি ক্লাবের জার্সিতে। এখানেই ইতিহাস গড়েছেন লেবরন জেমস। অতীতে কেউই তিনটি ভিন্ন ক্লাবের জার্সিতে এমভিপি হতে পারেননি।

এনবিএ ফাইনালে সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন হয়েছেন বিল রাসেল। গত শতকের ৫০ ও ৬০’র দশকে বোস্টন সেলটিকের জার্সিতে এসব ট্রফি জিতেন তিনি। তার সঙ্গী ছিলেন স্যাম জোনস (১০বার), টম হেইনসন (৮বার), কে সি জোনস (৮বার), টম স্যান্ডার্স (৮বার), জন হ্যাভলিসেক (৮বার) ও জিম লসকাট (৭বার)। কিন্তু এদের কেউই মাইকেল জর্ডান কিংবা লেবরন জেমসের মতো ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে তারকাখ্যাতি পাননি। লেবরন জেমস এরই মধ্যে এনবিএ ফাইনালে ১৩৬০ পয়েন্ট সংগ্রহ করে তালিকার দুই নম্বরে উঠে এসেছেন। পিছনে ফেলেছেন করিম আবদুল জাব্বার (১৩১৭) ও মাইকেল জর্ডানকে (১১৭৬)। সামনে কেবল জেরি ওয়েস্ট (১৬৭৯)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর