শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নতুন করে পেশাদারিত্বের নিয়ম শিখছেন ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগে মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন ফুটবলাররা। লাখ লাখ টাকার পারিশ্রমিকও তুলছেন পকেটে। প্রকৃতপক্ষে পেশাদার লিগে নিয়মকানুন যে কী তা অনেকেরই অজানা। শেখার তো শেষ নেই। তাই জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলাররা এই শিক্ষাটাই নিচ্ছেন। কোর্সের নাম ‘সি’ লাইসেন্স কোর্স। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি কোর্সের শিক্ষক। শুধু ফুটবলাররা নন, কোচ ও রেফারিরাও এ কোর্সে অংশ নিচ্ছেন। জাতীয় দলের ফুটবলার প্রাণতোষ জানান, ‘এ ট্রেনিংটা খুবই জরুরি। অনেক কিছুই শিখছি যা মাঠে কাজে আসবে।’ জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন বাবু বলেন, ‘দশবার লম্বা দৌড় দিয়ে প্রশিক্ষণের দিন শেষ। পেশাদারিত্বের যুগে নতুন টেকনিক বা নিয়মকানুন চালু হয়েছে। সত্যি এসবের আমি কিছুই জানতাম না। আমি বলব, এখনকার ফুটবলারদের এ কোর্স করাটা খুবই জরুরি; যা ক্যারিয়ারে উপকারে আসবে।’

সর্বশেষ খবর