শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্থগিত হচ্ছে যুবাদের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

যুব এশিয়া কাপ স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নভেম্বরের অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে জোর অনুশীলন শুরু করেছিল যুবারা। কিন্তু টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিসিবি এখন চাইছে না ক্যাম্প চালাতে। তার ওপর ক্যাম্পের দু-তিন জন যুব ক্রিকেটারের করোনাভাইরাস পজিটিভ। সেজন্য গোটা দলকে আইসোলেশনে রেখেছে বিসিবি। ২৫ ক্রিকেটারের ক্যাম্প স্থগিত করার বিষয়ে বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কাউসার বলেন, ‘যুব এশিয়া কাপ স্থগিত হওয়ার পর আমরা ভাবছিলাম ক্যাম্প স্থগিত করার কথা। ক্যাম্প আসলে শুরু হয়েছিল এশিয়া কাপ সামনে রেখেই। শনিবার (আজ) হয়তো আনুষ্ঠানিকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেবে।’ যুব এশিয়া কাপ আগামী বছরের মাঝামাঝি সংযুক্ত আরব আমিরাতে হবে। এশিয়া কাপ না হলেও আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আফগানিস্তান যুব দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা।

সর্বশেষ খবর