রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গুডবাই বললেন ‘গুল-ডোজার’

ক্রীড়া ডেস্ক

গুডবাই বললেন ‘গুল-ডোজার’

বুলডোজার দিয়ে যেমন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় তেমনি ক্যারিশম্যাটিক বোলিং করে তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দিতেন। এজন্যই সমর্থকরা পাকিস্তানের গতি তারকা ওমর গুলের নাম দিয়েছিলেন ‘গুল-ডোজার’। ৩৬ বছর বয়সী সেই ‘গুল-ডোজার’ গতকাল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের টি-২০ বিশ্বকাপজয়ী এ বোলার তার ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। ওমর গুল বলেন, ‘পাকিস্তানের জার্সিতে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য ছিল অনেক গর্বের। বিশ্বকাপ ফাইনালে খেলাটা আমার জন্য ছিল সেরা অর্জন।’

পাকিস্তানের জার্সিতে তিনি টেস্টে ১৬৩টি এবং ওয়ানডেতে ১৭৯টি উইকেট নিয়েছেন। তবে এই গতি তারকার সেরা অর্জন টি-২০তে।

২০০৯ সালে ইংল্যান্ডে টি-২০ বিশ্বকাপে তিনি অসাধারণ বোলিং করেছেন। টর্নামেন্টে ১৩ উইকেট সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছিলেন। আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের তিনি মাত্র ৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।  গুল বলেন, ‘বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। আমার খুবই ভালো লাগত যখন দলের বিপদের সময় ভালো বোলিং করে জয় এতে দিতে পারলে।’

সর্বশেষ খবর