রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পেশাদার লিগে নতুন ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে পেশাদার ফুটবল লিগে ভেন্যুর দূরত্ব কমিয়ে আনা হচ্ছে। ঢাকা থেকে গিয়ে সেদিনই ঢাকায় দলগুলো ফিরতে পারে এমন জেলাতেই এবার লিগ অনুষ্ঠিত হবে। সিলেট, নীলফামারী ও গোপালগঞ্জের ভেন্যু বাতিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকার আশপাশ জেলা ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে নরসিংদী, গাজীপুর ও বনানী আর্মি স্টেডিয়াম রয়েছে। এই প্রথম এখানে পেশাদার লিগ আয়োজন হতে যাচ্ছে। পুরান ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ময়মনসিংহ স্টেডিয়াম রয়েছে।

বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘করোনাভাইরাসে সতর্ক হয়েই লিগ চালাতে হবে। তাই দূরের ভেন্যুগুলো এবার তালিকায় বাইরে রাখা হয়েছে। ক্লাবগুলোর সম্মতি নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে গিয়ে রাতে ঢাকায় ফিরে আসবে ফুটবলাররা। এতে করোনা ঝুঁকিও কম থাকবে।

সর্বশেষ খবর