সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইউরোপিয়ান ক্লাব ফুটবল

ইউরোপিয়ান ক্লাব ফুটবল

সুযোগ হারাল বার্সা

গেটাফে  -  বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখলের সুযোগ হারাল বার্সেলোনা। শনিবার গভীর রাতে তারা গেটাফের কাছে ১-০ গোলে হেরে যায়। গেটাফের পক্ষে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার জেমি ম্যাতা। একইদিনে রিয়াল পরাজিত হওয়ায় বার্সেলোনার সামনে লিগের শীর্ষে উঠার সুযোগ ছিল। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়া। ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ৯ নম্বরে। জিতলে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠে যেত বার্সা।

 

বার্নাব্যুতে রিয়ালের হোঁচট

রিয়াল মাদ্রিদ  -  ক্যাডিজ

স্প্যানিশ লা লিগায় ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করলেও পরের তিন ম্যাচ টানা জিতে নিজেদেরকে শীর্ষে তুলে এনেছিল রিয়াল মাদ্রিদ। তবে পঞ্চম ম্যাচে আবারও হোঁচট খেল লস ব্ল্যাঙ্কোসরা। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ক্যাডিজের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। দেড় দশক পর লা লিগায় খেলতে আসা ক্যাডিজের পক্ষে জয়সূচক গোলটি করেন হন্ডুরাসের অ্যান্থনি লুজানো। অবশ্য পরাজিত হলেও লিগে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল।

 

আর্সেনালকে হারাল ম্যানসিটি

ম্যানসিটি  -   আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল ম্যানসিটি। পেপ গার্ডিওলার শিষ্যরা শনিবার ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন রহিম স্টারলিং। এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগে ৯ নম্বরে অবস্থান করছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে হেরেছিল ম্যানসিটি। এরপর থেকে ১০ ম্যাচ খেলে ৮ টাতেই জিতেছে তারা।

 

 

গোল মেশিন লেবানডস্কি

আরমিনিয়া  -  বায়ার্ন

একের পর এক গোল করেই যাচ্ছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। জাতীয় দল কিংবা ক্লাব কোনো জার্সিতেই থমকে যাচ্ছেন না তিনি। দিন কয়েক আগে পোল্যান্ডকে জয় উপহার দিয়েছেন। এবার বায়ার্ন মিউনিখকে দারুণ জয় উপহার দিলেন বুন্দেসলিগায়। শনিবার আরমিনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের পক্ষে দুটি করে গোল করেছেন রবার্ট লেবানডস্কি ও থমাস মুলার। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৭ গোল করলেন লেবানডস্কি।

 

রোনালদোহীন জুভেন্টাসের ড্র

ক্রোটন  -  জুভেন্টাস

ইতালিয়ান সিরি এ লিগের ম্যাচে রোনালদোহীন জুভেন্টাস পয়েন্ট হারাল। শনিবার ক্রোটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওল্ড লেডিরা। সাইমনের পেনাল্টি গোলে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় ক্রোটন। ২১ মিনিটে আলভারো মোরাতার গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ৬০ মিনিটে জুভেন্টাসের ফেডেরিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দলের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে খেলতে পারেননি করোনাভাইরাসে আক্রান্ত থাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর