সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জিমনেশিয়ামে ফিরছে জিমন্যাস্টিকস

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার সব প্রস্তুতি ছিল। করোনাভাইরাসে তা হতে পারেনি। মার্চে পরিকল্পনা আছে তা শুরু করার। তবে তার আগে ডিসেম্বরে বিজয় দিবস টুর্নামেন্ট হবে

ক্রীড়া প্রতিবেদক

ইনডোরে কঠিন গেমসের মধ্যে জিমন্যাস্টিকস অন্যতম। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম না কুড়ালেও এক সময়ে পুরুষ ও নারী মিলিয়ে তারকা জিমন্যাস্টিকসের দেখা মিলেছিল। এখন তা অতীত বলা যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে যেন চলছে জিমন্যাস্টিকস ফেডারেশন। এক সময়ে প্রশিক্ষণও চলত নিয়মিত। এখন তাও নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ রয়েছে। তাছাড়া বিভিন্ন কর্মসূচি নিয়মিত চলত। তবে মানোন্নয়ন ও গতি ফিরিয়ে আনতে ফান্ডের দরকার তা পাচ্ছি কোথায়। ক্রীড়া পরিষদের অনুদানই ভরসা। এখন তো করোনার জন্য স্পন্সর পাব কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

১০/১২ জন জিমন্যাস্ট মিলিয়ে প্রতিদিন এখন নিজেদের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন। আহমেদুর জানান, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার সব প্রস্তুতি ছিল। করোনাভাইরাসে তা হতে পারেনি। মার্চে পরিকল্পনা আছে তা শুরু করার। তবে তার আগে ডিসেম্বরে বিজয় দিবস টুর্নামেন্ট হবে। জিমনেসিয়ামে ফিরবে জিমন্যাস্টিকস। ফেব্রুয়ারিতে জাতীয় প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর