সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সুপার ওভারে কলকাতার জয়

ক্রীড়া প্রতিবেদক

শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ছিল ১৮ রান। আন্দ্রে রাসেলের ওভারে ডেভিড ওয়ার্নার ও রশিদ খান ১৭ রান করেন। ‘টাই’ হয়ে যায় ম্যাচ। বিশেষ করে শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। কিন্তু হায়দরাবাদ করতে পেরেছে ১ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে সানরাইজার্সের সংগ্রহ ৩ রান। লুক ফার্গুসনের ওভারে ঠিকমতো ব্যাটিং করতে পারেননি ডেভিড ওয়ার্নার ও আবদুল সামাদ। ৩ বলে দুজনকে বোল্ড করেন ফার্গুসন। ফলে কলকাতার টার্গেট দাঁড়ায় ৬ বলে ৩ রান। রশিদ খানের ওভারে নাইট রাইডার্সের অধিনায়ক ইউয়ান মরগান ও দিনেশ কার্তিক ৪ বলে জয়ে বন্দরে নিয়ে যান দলকে। আইপিএলে এটা কলকাতা নাইটরাইডার্সের ৯ ম্যাচে ৫ম জয়। হায়দরাবাদের ৯ ম্যাচে ৬ নম্বর হার। এর আগে ২০ ওভারে কলকাতার সংগ্রহ ছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩। শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। ১৭ রান নিতে পারেন ওয়ার্নার ও রশিদ। ফলে টাই হয় ম্যাচ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর