শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মেসি-নেইমারদের ম্যাচ দিয়ে শুরু

ক্রীড়া ডেস্ক

মেসি-নেইমারদের ম্যাচ দিয়ে শুরু

করোনাভাইরাসের কারণে গত মৌসুমটা শেষ হতে দেরি হলেও নতুন মৌসুম শুরু হতে দেরি হয়নি। গত আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। আরও একবার ইউরোপসেরা হওয়ার লড়াই শুরু হচ্ছে আজ থেকে। প্রথমদিনেই মাঠে নামছে ফেবারিট বার্সেলোনা, জুভেন্টাস, চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো দলগুলো।

গত মৌসুমে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল পিএসজি। নেইমারদের দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের আগ্রাসনের মুখে পিএসজির কৌশল কাজে আসেনি। তবে নতুন মৌসুমে সেই পিএসজি আরও ভয়ঙ্কর রূপেই মাঠে নামছে। এমবাপ্পে আছেন দারুণ ফর্মে। নেইমার আর ডি মারিয়ারাও ছন্দময় ফুটবল খেলছেন। এইচ গ্রুপের ম্যাচে আজ পিএসজি মুখোমুখি হচ্ছে আরেক ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মৌসুমে রেড ডেভিলরা ইউরোপা লিগে খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের ঠাঁই হয়নি। তবে পুনরায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এলিটদের আসরে উঠে এসেছে ম্যানইউ। আর প্রথম ম্যাচেই তারা কঠিন বাধার সামনে পড়ছে। এইচ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে লিপজিগ-ইস্তাম্বুল বাসাকসেহির।

চ্যাম্পিয়ন্স লিগে এবার ফেবারিটের তালিকায় নাম থাকলেও বার্সেলোনাকে কঠিন বাধাই পাড়ি দিতে হবে। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করে বিদায় নিয়েছিল কাতালানরা। গ্রুপ পর্বে এবার তাদের দেখা হবে জুভেন্টাসের সঙ্গে। আবারও মেসি-রোনালদো লড়াই দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। আজ বার্সেলোনা জি গ্রুপের ম্যাচে খেলবে হাঙ্গেরির ক্লাব ফেরেন্সবারোসের বিপক্ষে। এই গ্রুপের অপর ম্যাচে জুভেন্টাস মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব ডাইনামো কিয়েভের। বার্সেলোনার জার্সিতে আজ লিওনেল মেসিকে দেখা যাবে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে না। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রোনালদো। আইসোলেশনে আছেন তিনি।

ই গ্রুপের ম্যাচে আজ মাঠে নামবে চেলসি-সেভিয়া। গত মৌসুমে সেভিয়া ইউরোপা লিগ জয় করেছে। অন্যদিকে চেলসি শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখের কাছে হেরে। তবে এবার চেলসি বেশ শক্তিশালী দল গড়েছে। জার্মান তারকা টিমো ওয়ার্নারকে দলে নিয়েছে তারা। ই গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে ফ্রান্সের রেনে ও রাশিয়ার ক্র্যাসনোদার। এছাড়াও এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব লেজিও এবং জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। মুখোমুখি হবে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও বেলজিয়ামের ক্লাব ব্রুগ।

সর্বশেষ খবর