মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কবে আসবে নেপাল!

ক্রীড়া প্রতিবেদক

সামনের মাসে আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে দুটি প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি খেলার কথা থাকলেও এখনো নেপালের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

দুটি প্রীতিম্যাচ খেলতে নেপাল জাতীয় ফুটবল দল কবে বাংলাদেশে আসবে তা গতকাল অফিশিয়াল চিঠির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানানোর কথা ছিল। তবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) থেকে এ সংক্রান্ত কোনো চিঠি পাঠানো হয়নি বলে জানিয়েছে বাফুফে। নেপাল থেকে কেবল এতটুকু জানানো হয়েছে, তারা বাংলাদেশে আসার জন্য চার্টার ফ্লাইট চূড়ান্তকরণের কাজ করছে। চার্টার ফ্লাইট চূড়ান্ত করতে পারলেই বাফুফেকে অফিশিয়াল চিঠির মাধ্যমে প্রীতিম্যাচ দুটির ব্যাপারে নিশ্চিত করবে।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের মুখোমুখি হবে দুই বছরেরও বেশি সময় পর। ২০১৮ সালের সেপ্টেম্বরে দুদল মুখোমুখি হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে নেপাল ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। নেপালের বিপক্ষে প্রীতিম্যাচ উপলক্ষে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে’র ২৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। অবশ্য এর কয়েকদিন আগে থেকেই স্থানীয় কোচের অধীনে অনুশীলনে নামবেন ফুটবলাররা।

এদিকে নেপালের ফুটবলাররা বাংলাদেশে আসার পর কোয়ারেন্টাইনে থাকবেন সরকারি বিধিনিষেধ মেনে। তবে তাদেরকে অনুশীলন করার সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল দুদলকে দুই ভেন্যুতে অনুশীলন করতে হবে হয়তো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর