বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

বায়ার্ন-অ্যাটলেটিকো রিয়াল মাদ্রিদ-শাখতার ইন্টার-মঞ্চেনগ্লাডবাখ ম্যানসিটি-পোর্তো আয়াক্স-লিভারপুল স্যালজবার্গ-লুকোমোটিভ অলিম্পিয়াকস-মার্সেই মিজিল্যান্ড-আটলান্টা

ক্রীড়া ডেস্ক

বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপসেরার মুকুট জিতেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নতুন মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দল বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে যাচ্ছে। এছাড়াও আজ মাঠে নামছে ফেবারিট রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মিলান।

বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেবার নিজেদের মাঠে বায়ার্ন ১-০ গোলে এবং অ্যাটলেটিকো ১-০ গোলে জয় পেয়েছিল। বর্তমানে অবশ্য প্রেক্ষাপট বদলেছে। বায়ার্ন মিউনিখের শক্তিমত্তা দিনে দিনে কেবল বেড়েই চলেছে। রবার্ট লেবানডস্কি আছেন দুরন্ত ফর্মে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সমানতালে গোল করে চলেছেন। বায়ার্নের জার্সিতে তাকে সঙ্গ দিচ্ছেন জার্মান তারকা থমাস মুলার। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম তারকা দিয়েগো কস্তা ইনজুরিতে আক্রান্ত। এ গ্রুপে আজকের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। অবশ্য দিয়েগো সিমিওনের কৌশল অনেক বড় বড় দলকেই বিপদে ফেলেছে। আজ তিনি বায়ার্নের বিপক্ষে কী কৌশল নেন তাই দেখার বিষয়। এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার স্যালজবার্গ ও রাশিয়ার লুকোমোটিভ মস্কো। চ্যাম্পিয়ন্স লিগে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও আজ মাঠে নামছে। বি গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার ডনেস্ক। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। ম্যানসিটির কাছে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। এবারেও রিয়াল মাদ্রিদকে শীর্ষ ফেবারিট বলা যাবে না। রোনালদোর পর দলছুট হয়েছেন বেলে আর জেমস রদ্রিগেজরাও। ইডেন হ্যাজার্ড ইনজুরি থেকেই ঠিকমতো সেরে উঠতে পারছেন না। তবে জিনেদিন জিদান এই দল নিয়েও কঠিন লড়াইয়ে নেমে যেতে পারেন! বি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও জার্মানির বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ।

ইউরোপসেরার লড়াইয়ে আজ মাঠে নামছে ২০১৯ সালের চ্যাম্পিয়ন লিভারপুল। ডি গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। গত মৌসুমে লিভারপুল শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে। অন্যদিকে আয়াক্স গ্রুপ পর্বের বাধাই পাড়ি দিতে পারেনি। দুই দলের লড়াইয়ে লিভারপুলই ফেবারিট হিসেবে খেলতে নামবে আজ। লিভারপুলের মোহাম্মদ সালাহ, স্যাডিও মানে দারুণ ফর্মে আছেন। অবশ্য অলরেডদের অন্যতম তারকা নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডাইক ইনজুরিতে আক্রান্ত। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে ডি গ্রুপের অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব আটলান্টা মুখোমুখি হবে ড্যানিশ ক্লাব মিজিল্যান্ডের।

চ্যাম্পিয়ন্স লিগে আজ পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটিও মিশন শুরু করছে। সি গ্রুপের ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো। গত মৌসুমে ম্যানসিটি কোয়ার্টার ফাইনাল খেলেছে। অন্যদিকে পোর্তো চ্যাম্পিয়ন্স লিগেই ছিল না। পেপ গার্ডিওলার ম্যানসিটি এবার অন্যতম ফেবারিট হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামছে। এই গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকস ও ফরাসি ক্লাব মার্সেই।

সর্বশেষ খবর