শিরোনাম
বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শর্ত দিয়ে শাস্তি প্রত্যাহার

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ সালে লিগে মোহামেডান ও মেরিনার্স ম্যাচ চলাকালে মাঠে চরম হট্টগোল হয়। বিশৃঙ্খলার দায়ে মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান, মোহামেডানের আরিফুল হক প্রিন্স ও একই দলের আসাদুজ্জামান চন্দনকে ৫ বছর নিষিদ্ধসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেরিনার্সের আরেক কর্মকর্তা নজরুল ইসলাম মৃধাকে ৩ বছর নিষিদ্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় চারজনের শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, শাস্তি প্রত্যাহার হলেও তাদের শর্ত দেওয়া হয়েছে লিগে অংশ নিতে হবে। এদিকে ঊষা ক্রীড়াচক্র প্রিমিয়ার লিগে খেলবে কিনা তার কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর