বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক গোলে তিন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক

এক গোলে তিন রেকর্ড মেসির

স্প্যানিশ লা লিগায় পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছিল বার্সেলোনা। ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে নেমে কাতালানরা ভিন্ন রূপ তুলে ধরল। যেন সেই পুরনো বার্সেলোনা। লিওনেল মেসি গোল করলেন। আনসু ফাতি, ফিলিপ কটিনহো, গঞ্জালেস ও ডেম্বলেও গোল করলেন। বুধবার হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেনচবারোসের বিপক্ষে ন্যু ক্যাম্পে বার্সেলোনা জয় পেল ৫-১ গোলে। একই রাতে পিএসজিকে হারিয়েছে ম্যানইউ (২-১)। জয় পেয়েছে জুভেন্টাসও (২-০) গোলে ডাইনামো কিয়েভকে। তবে গোল শূন্য ড্র করেছে চেলসি-সেভিয়া।

লিওনেল মেসি ফেরেন্সবারোসের বিপক্ষে পেনাল্টি থেকে এক গোল করে তিনটি রেকর্ড গড়লেন। টানা ১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোল করা প্রথম ফুটবলার তিনি। এর আগে ১৬ মৌসুমে গোল করেছেন কেবল রায়ান গিগস। গিগস অবশ্য টানা গোল করতে পারেননি। এছাড়া মেসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৩৬টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন। গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের (৬৯টি) রেকর্ডও মেসির দখলে। কোম্যান-মেসির বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা করল। পাশাপাশি আগামী শনিবারের এল ক্ল্যাসিকো ম্যাচের জন্যও প্রস্তুতি সেরে নিল কাতালানরা। তবে বার্সা ভক্তদের জন্য দুঃসংবাদও আছে। ফেরেনচবারোসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন জেরার্ড পিকে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে সামনের ম্যাচে তাকে দেখা যাবে না। এদিকে বার্সেলোনার গ্রুপে থাকা জুভেন্টাসও জয় পেয়েছে। তারা ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাব ডাইনামো কিয়েভকে। জুভেন্টাসের পক্ষে গোল দুটি করেন আলভারো মোরাতা।

গতবারের রানার্সআপ পিএসজি এবারেও ফেবারিট হিসেবেই খেলতে নেমেছে। তবে প্রথম ম্যাচেই তারা ম্যানইউর কাছে ২-১ গোলে হেরেছে। ম্যানইউর পক্ষে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও র‌্যাশফোর্ড। ম্যানইউর মার্শাল একটি আত্মঘাতী গোল করে পিএসজির পরাজয়ের ব্যবধান কমান। নেইমার, এমবাপ্পে আর ডি মারিয়ারা নিজেদের মেলে ধরতে পারেননি ম্যানইউর বিপক্ষে। অপরদিকে ম্যানইউ এবার নিজেদেরকে অন্যতম ফেবারিট হিসেবে প্রমাণ করল প্রথম ম্যাচ খেলেই।

এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব লেজিও। তারা ৩-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডকে। লিপজিগ ২-০ গোলে হারিয়েছে ইস্তাম্বুল বাসাকসেহিরকে। এছাড়াও ক্লাব ব্রুগ ২-১ গোলে হারিয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গকে। ১-১ ড্র করেছে রেনে-ক্র্যাসনোদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর