বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘বায়ো-সিকিউর বাবলে মানসিক স্বাস্থ্যঝুঁকি’

ক্রীড়া ডেস্ক

‘বায়ো-সিকিউর বাবলে  মানসিক স্বাস্থ্যঝুঁকি’

ইয়ন মরগান

করোনার মধ্যে ক্রিকেট মাঠে গড়াচ্ছে ‘বায়ো-সিকিউর বাবলে’। তবে এজন্য ক্রিকেটারদের কোনো স্বাধীনতা থাকছে না। সারাক্ষণ নিয়ম অনুসরণ করতে হচ্ছে। সামনে থাকছে হাজারও বাঁধা নিষেধ। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মরগান মনে করেন বায়ো-সিকিউর বাবলে খেলার কারণে ক্রিকেটার মানসিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

বায়ো-সিকিউর বাবলে ক্রিকেট শুরু করে ইংল্যান্ড। তারা ঘরের মাঠে গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে। এরপর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অংশ নেয়। এখন আইপিএলও চলছে বায়ো-সিকিউর বাবলে। যেখানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মরগান।

ইংলিশ অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক সূচি অনুসরণ করতে গিয়ে আমাদের ১২ মাসের মধ্যে ১০ মাসই ট্রাভেল করতে হয়, খেলার মধ্যে থাকতে হয়। এমন কঠোর সূচিতে এমনিতেই শারীরিকভাবে ব্যাপক ক্ষতি হয়। তারপরও এখন বায়ো-সিকিউর বাবলে খেলার কারণে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়েছে। বিষয়টি যে আমাদের জন্য কতটা পীড়াদায়ক তা কেউ বুঝতে চান না।’

ইংলিশ ক্রিকেটারদের সবচেয়ে বেশি সময় বায়ো-সিকিউর বাবলে কাটাতে হয়েছে। ঘরের মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর এখন আইপিএল খেলছে। মরগান বলেন, ‘যারা বায়ো-সিকিউর বাবলে প্রবেশ করে এবং বের হন তারাই বোঝেন কতটা কষ্টকর।’

করোনাভাইরাসের কারণে বদলে গেছে অনেক প্রচলিত নিয়ম। দেশে দেশে চলছে লকডাউন। তবে বায়ো-সিকিউর বাবলে খেলা আর লকডাউনে ঘরে থাকা এক নয় বলে মনে করেন মরগান, ‘আপনি যখন লকডাউনে বাড়িতে থাকছেন পরিবারের সবার সঙ্গে কথা বলছেন। পারিবারিকভাবে সময়টা বেশ ভালো কাটছে। কিন্তু বায়ো-সিকিউর বাবলে খেলাটা খুবই কষ্টের।’

সর্বশেষ খবর