শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ফুটবলারদের স্বস্তির ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে মাঠে গড়াচ্ছে ফুটবল। মার্চে পেশাদার লিগ স্থগিত হয়। মে মাসে লিগ বাতিল। সব মিলিয়ে প্রায় ৯ মাস ফুটবলাররা খেলায় নেই। নভেম্বরে জাতীয় দল লড়বে। তবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে নয়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৩ ও ১৭ নভেম্বর দুটি ম্যাচ হওয়ার কথা। তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যুতে দুই দেশ লড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। ৩-৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তাদের নিয়ে আজ আবাসিক ক্যাম্প শুরু হবে। অবশ্য ফুটবলারদের নিজ উদ্যোগে করোনা টেস্ট করতে হবে। রিপোর্ট নিয়েই আবাসিক ক্যাম্পে যোগ দিতে হবে। কারও পজিটিভ ধরা পড়লে ক্যাম্পে যোগ দিতে পারবেন না। ৩৬ জন ফুটবলার আগামীকালই রিপোর্ট হাতে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রথম দিনে সব ফুটবলারের দেখা নাও মিলতে পারে।

হেড কোচ জেমি ডে আসবেন ২৮ অক্টোবর। তার অনুপস্থিতিতে বাফুফের নিয়োগ দেওয়া স্থানীয় কোচ প্রশিক্ষণ চালিয়ে যাবেন। লন্ডনে বসেই জেমি ডে ভিডিওতে শিষ্যদের ফিনটেসের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। ফুটবলাররা সবাই অলস সময় কাটিয়েছেন তা নয়। স্কোয়াডে থাকা কিংসের ফুটবলাররা টানা দুমাস অস্কার ব্রজোনের তত্ত্বাবধানে অনুশীলনে ছিলেন। যাদের অধিকাংশই মূল দলে সুযোগ পাওয়া নিশ্চিত বলা যায়। আশরাফুল ইসলাম রানা বলেন, আমরা মাঠে ফিরছি এটাই বড় স্বস্তি।

সর্বশেষ খবর