শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতে পিছিয়ে গেল ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে পিছিয়ে গেল ফাইনাল

রবিন লিগের শেষ ম্যাচে ইয়াসির আলির ক্যাচ ধরতে ১০-১২ গজ দৌড়ে ঝাঁপিয়েছিলেন মুশফিকুর রহিম। বলটি ধরতে পারেননি। মিস হয়ে যায়। তাতে অবশ্য লাভ হয়নি ইয়াসিরের দল তামিম একাদশের। হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ক্যাচ মিস করে কাঁধে ব্যথা পেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন মুশফিক। অনিশ্চিত হয়ে পড়েছিল শুক্রবারের ফাইনাল। কিন্তু প্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের ফাইনালের। গতকাল দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছে। ভারী হয়ে পড়েছে মিরপুর স্টেডিয়ামের মাঠ। আবহাওয়া অফিস বলছে আরও দুদিন বৃষ্টি হবে। সেজন্যই বাধ্য হয়ে বিসিবি দু’দিন পিছিয়ে দিয়েছে প্রেসিডেন্ট কাপের ফাইনাল। রবিবার ফাইনালে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ। গোটা টুর্নামেন্টে মুশফিক ও মাহমুদুল্লাহ ছাড়া ব্যর্থ হয়েছেন জাতীয় দলের অধিকাংশ ব্যাটসম্যান। মোটা দাগে বলা যায় ব্যাটসম্যানদের ব্যর্থতার টুর্নামেন্টে সব আলো কেড়ে নিয়েছেন সাইফুদ্দিন, রুবেল, মুস্তাফিজ, আল-আমিন, তাসকিনরা। এরা সবাই গতির ঝড় তুলে বিপর্যস্ত করেছেন ব্যাটসম্যানদের।

কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা সফর স্থগিত হলে সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে তিন দলের টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি।

সর্বশেষ খবর